২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজায় ইসরাইলি হামলায় ২৮ হাজার ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হামলায় ২৮ হাজার ফিলিস্তিনি নিহত - সংগৃহীত

হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ২৮ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাফায় হামলা চলছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ২৭ হাজার ৯৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬৭ হাজার ৪৫৯ জন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন গাজা উপত্যকা-ভিত্তিক কট্টরপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে আকস্মিকভাবে আক্রমণ শুরু করে। গাজা সীমান্তের কাছে বসবাসকারী অনেক ইসরাইলি কিবুতজ বাসিন্দাকে হত্যা করে এবং শিশু, বৃদ্ধ এবং মহিলাসহ ২৪০ জনেরও বেশি ইসরাইলিকে বন্দী করে।

জেরুসালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে হামাস হামলা চালায় বলে দাবি করে।

এর পরই ইসরাইল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে ও ছিটমহল, লেবানন ও সিরিয়ার কিছু এলাকায় বোমাবর্ষণ শুরু করে। পাশাপাশি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালায়। পশ্চিম তীরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement