ইসরাইলকে হারাতে আঘাত করে সরে যাওয়ার কৌশল হামাসের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ নভেম্বর ২০২৩, ১১:৫৭
উত্তর গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান অ্যাটাক’ পরিচালনা করছে হামাস যোদ্ধারা। তারা ইসরাইলি বাহিনীর ওপর আঘাত করে সরে যাওয়ার কৌশলে যুদ্ধ করে যাচ্ছে।
হামাস গাজা শহরের কেন্দ্রে তার প্রধান প্রতিরক্ষামূলক প্রচেষ্টায় ফোকাস করতে চায় বলেই এমন করছে বলে ধারণা ওয়াশিংটন ডিসি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্সটিটিউশন ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ)।
আইএসডব্লিউ বলেছে, গাজা শহরের উত্তরে ট্যাঙ্ক-বিরোধী রকেট এবং মর্টার দিয়ে ইসরাইলি বাহিনীকে আক্রমণ করছে হামাস। তারা তাদের আরো উন্নত অস্ত্র ও কৌশল সংরক্ষণ করছে, যা হামাসের দীর্ঘ যুদ্ধ এবং ইসরাইলকে যুদ্ধবিরতিতে বাধ্য করার উদ্দেশে সাথে সামঞ্জস্যপূর্ণ।
থিঙ্ক ট্যাঙ্ক বলেছে, হামাস আরো জটিল বা উন্নত সিস্টেম এবং কৌশল ব্যবহার করেনি। হাউজ-বর্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এক্সপ্লোসিভলি-ফর্মড পেনিট্রেটর, অ্যাডভান্সড অ্যান্টি-ট্যাঙ্ক মিলাইস অথবা বড় এবং জটিল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের ব্যবহার এখনো শুরু করেনি তারা।
তারা আরো জানায়, এ থেকে বুঝা যায় যে হামাস গাজা উপত্যকার চেয়ে গাজা শহরে তার প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছে।
এদিকে ইসরাইলে ব্যাপক হারে অস্ত্র রফতানি বাড়িয়েছে জার্মানি। বুধবার গণমাধ্যমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি।
জার্মান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকার ২ নভেম্বর পর্যন্ত ইসরাইলে প্রায় ৩০৩ মিলিয়ন ইউরো রফতানির অনুমতি দিয়েছে। যা পুরো ২০২২ বছরের তুলনায় ১০ গুণ বেশি।
প্রাথমিকভাবে অনুমোদনের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ও যোগাযোগের সরঞ্জাম।
গত মাসে ব্রাসেলসে ন্যাটোর এক বৈঠকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছে, ইসরাইল তার নৌবাহিনীর জন্য যুদ্ধাস্ত্রের অনুরোধ করছে।
বরিস পিস্টোরিয়াস বলেছেন, ‘আমরা ইসরাইলিদের সাথে আলোচনা করব যে এটি এখন ঠিক কিভাবে আগাবে।’
জার্মান কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইসরাইলের অনুরোধগুলো রাখবেন।
এছাড়াও, টোকিওতে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে গাজা উপত্যকার জন্য একটি সম্ভাব্য শান্তি সমাধান নিয়ে আলোচনা করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।
বৈঠক শেষে বেয়ারবক বলেন, ‘ভবিষ্যতে কিভাবে এবং কার মাধ্যমে গাজাকে পরিচালনা করা যেতে পারে তার সমাধান দরকার। আমাদের একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য বাস্তব পদক্ষেপের প্রয়োজন, যদিও এটি অনেক দূরের পথ হতে পারে।’
তিনি আরো বলেন, ‘গাজা অবশ্যই ভবিষ্যতে ইসরাইলের জন্য হুমকি হবে না। ফিলিস্তিনিদের অবশ্যই গাজা থেকে বিতাড়িত করা যাবে না এবং গাজা উপত্যকার কোনো দখল বা আয়তন কমানো যাবে না।’
বেয়ারবক মনে করেন, ফিলিস্তিনিদের ওপর জোর করে কোনো রাজনৈতিক সমাধান করা উচিত নয়।
সূত্র : আল-জাজিরা এবং মিডেল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা