২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘মিসর, ইসরাইল ও আমিরাতের সভাটি ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ’

(বাম থেকে) মোহাম্মদ বিন জায়েদ, আবদেল ফাত্তাহ আল-সিসি ও নাফতালি বেনেট - ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও সংযুক্ত আরব আমিরাতের কার্যত শাসক (আবুধাবির ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন জায়েদ মিসরে যেয়ে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে যে বৈঠক করেছেন তা ছিল মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ। মঙ্গলবার ইসরাইলি মিডিয়া এমন তথ্য দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে লোহিত সাগরের কাছে শরম আল শেইখ রিসর্টে আমিরাত ও ইসরাইলের নেতাদের নিয়ে এ ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত, এ ত্রিপক্ষীয় সম্মেলনের মাধ্যমে ইরান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তারা। ইরানের পরমাণু আলোচনাকে গুরুত্ব দিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষ করে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীকে (আইআরজিসি) উগ্রবাদী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ক্ষুদ্ধ হয়েছে ওই তিন দেশ।

এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও বিভিন্ন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা নিরীক্ষার জন্যও এ সভা অনুষ্ঠিত হয়।

মিসরের আবদেল ফাত্তাহ আল-সিসি, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও সংযুক্ত আরব আমিরাতের কার্যত শাসক (আবুধাবির ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন জায়েদকে নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনকে ইরানবিরোধী বলে আখ্যায়িত করেছে বিভিন্ন ইসরাইলি গণমাধ্যম। এছাড়া ইসরাইল টাইমস নামের এক পত্রিকা জানিয়েছে, এ বৈঠকটি মূলত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইরান নীতির বিরুদ্ধে একটি কঠোর প্রতিবাদ। ইসরাইলের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ওই পত্রিকাটি জানিয়েছে, কয়েক দিন আগে গোপনে এ সম্মেলনের পরিকল্পনা করা হয়।

এদিকে ইসরাইলের দৈনিক পত্রিকা হারেৎজ বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে গমের মূল্য বাড়ায় মিসর বেকায়দায় পড়েছে। কারণ, মিসর বিশ্বের সবচেয়ে বড় গম আমদানিকারক আর রাশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় গম রফতানিকারক। এখন ইসরাইলি কর্তৃপক্ষ মিসরের জন্য গমের বিকল্প উৎস অনুসন্ধান করছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
ইরানের কাছে বিপজ্জনক অস্ত্র থাকা উচিত না : ইসরাইল বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ইউক্রেনকে ফের হুঁশিয়ারি, আইসিবিএম ছুড়ল রাশিয়া ইন্দুরকানীতে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা কোনো ভাঙাচোরা রাস্তা থাকবে না : সেলিম উদ্দিন ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল নওগাঁয় ব্যবসায়ী সুমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মিরসরাইয়ে দুই মাথা ও আট পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম! ‘ভারত-বিরোধী নই, সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই’ থাইল্যান্ডসহ ৫টি দেশে গমনেচ্ছু বাংলাদেশীদের জন্য সতর্কতা ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

সকল