ইরাকে কিশোরীদের হিজাব উৎসব
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৯, আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৪
ইরাকের কুর্দিস্তানে তরুণীদের হিজাব পরিধানে উদ্ধুদ্ধ করতে একটি বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত ২ হাজার ২৫৪ জন কিশোরী উৎসবের আমেজে হিজাব পরিধান করে।
শুক্রবার কুর্দিস্তানের সুলাইমানিয়া এলাকার উত্তরাঞ্চলীয় শহর দোহকে ‘গোল্ডেন ক্রাউন ফেস্টিভ্যাল’ নামে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
জনগণের ইসলামী বিশ্বাস ও পরিচয়ের প্রতি যত্নবান হওয়া এবং মুসলিম জনগণের মূল্যবোধ ধ্বংসকারী স্রোতের মোকাবেলাও এই আয়োজনের লক্ষ্য।
আয়োজকরা জানান, ইসলামী পোশাক এবং শালীনতা মুসলিম উম্মাহর ঐতিহ্য। এ ধরণের আয়োজন মুসলিম নারী ও ইসলামী শিষ্টাচারের সমর্থনের মাধ্যম হবে।
এবারের হিজাব উৎসবের প্রতিপাদ্য ছিল ‘আমার হিজাব আমার গর্ব’। ১৫ থেকে ২৫ বছর বয়সী কিশোরীরা এতে অংশ নেয়।
প্রতি বছরই এ এলাকায় হিজাব পরিধানের এ উৎসব অনুষ্ঠিত হয়। এটি অষ্টম ‘গোল্ডেন ক্রাউন ফেস্টিভ্যাল’। আর আগে আরো সাত বছর ধারাবাহিকভাবে এ আয়োজন করা হয়েছে।
কুর্দিস্তান ইসলামী ইউনিয়নের অঙ্গ সংগঠন ‘ছাত্র উন্নয়ন সংস্থা’ ধারাবাহিকভাবে এ উৎসবের আয়োজন করে আসছে।
সূত্র : ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স ও এনএএস নিউজ ডটকম
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা