হামাসের কমান্ডার নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ মে ২০২১, ০৩:৫৫
গাজায় ইসরাইলি হামলায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজেদিন আল-কাসাম ব্রিগেডের আবদুল্লাহ ফায়াদ নিহত হয়েছেন। হামাস সূত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
ইসরাইল জানিয়েছে, সোমবারের ওই হামলায় হামাসের তিন সদস্য নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র লে. কর্নেল জোনাথন কনরিকাস সাংবাদিকদের বলেন, আমরা শুরু করেছি, আমরা গাজায় সামরিক টার্গেটগুলোতে হামলা করছি।
এর আগে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইযাদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র জানিয়েছেন, আল-আকসা মসজিদ এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ৬ ঘণ্টার মধ্যে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি আটককৃতদের মুক্তি না দিলে এর জবাব দেয়া হবে। ডেডলাইন শেষ হওয়ার কয়েক মিনিট পর সোমবার সন্ধ্যায় আল কাসসাম ব্রিগেড পূর্ব জেরুসালেমে অন্তত ১০টি রকেট হামলা চালায়। এই রকেট হামলার পর ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার বেসামরিক এলাকায় বর্বরোচিত কায়দায় বিমান হামলা করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা