সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না : ইরান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ মার্চ ২০২১, ০৯:২৬, আপডেট: ১০ মার্চ ২০২১, ১৮:১৩
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপ করা সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হবে না।
ইরানের নিরাপত্তা বিভাগের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রেস টিভিকে এ তথ্য জানিয়েছেন।
ওই সূত্র বলছে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সাম্প্রতিক বক্তব্যকে পশ্চিমারা যেভাবে ব্যাখ্যা করছেন তা নিতান্তই ভুল এবং আলোচনার কোনো পরিকল্পনা ইরানের হাতে নেই।
ইরানের এ নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ধাপে ধাপে আলোচনা শুরু হতে পারে- এমন ধারণা ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সাথে কোনো যোগাযোগ হবে না।
প্রেসিডেন্ট রুহানি গত বৃহস্পতিবার পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়ে বলেছেন, এই সমঝোতায় ফিরে আসার জন্য ওয়াশিংটনকে বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং তারা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবই প্রত্যাহার করতে হবে। যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিলে ইরানও একই ধরনের ব্যবস্থা নেবে।
এরপর পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফও একই ধরনের বক্তব্য দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে পশ্চিমারা পরমাণু আলোচনায় ফেরার ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে ইঙ্গিত বলে ধরে নিচ্ছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা