টানা তিন সপ্তাহ আল আকসায় জুমা বন্ধ
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ অক্টোবর ২০২০, ০৯:৫৭
টানা তিন সপ্তাহ ধরে ফিলিস্তিনের আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় বন্ধ আছে। ইসরাইলের দখলদার বাহিনী পশ্চিম জেরুসালেম শহরের বাইরের লোকদের জন্য আল আকসা মসজিদে জুমার নামাজ নিষিদ্ধ ঘোষণার পর থেকে বন্ধ আছে জুমার নামাজ। প্রাচীন শহর জেরুসালেম শহরের ফটকের সামনে দায়িত্বরত পুলিশ অফিসাররা বহিরাগতদের প্রবেশে বাধা দেয়।
তবে প্রাচীন শহর পশ্চিম জেরুসালেমের বাসিন্দাদের জন্য আল আকসায় নামাজ আদায় শিথিল আছে। শহরের বাইরের সবার জন্য আল আকসায় নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। করোনাভাইরাস রোধে বহিরাগতদের জন্য প্রাচীন শহরে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত শহরে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শহর থেকে এক কিলোমিটার দূরত্বে থাকা সবার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা