১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

হাফতার বাহিনীকে উৎখাত, লিবীয় সরকারের দখলে ত্রিপলি

হাফতার বাহিনীকে উৎখাত, লিবীয় সরকারের দখলে ত্রিপলি - ছবি : সংগৃহীত

বিদ্রোহী জেনারেল হাফতার বাহিনীকে উৎখাত করে রাজধানী ত্রিপলি দখলে নেয়ার দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যমতে লিবীয় সরকার। সরকারি বাহিনী বলছে, পশ্চিমা নিয়ন্ত্রিত হাফতার বাহিনীর হাতে এক বছরের বেশি সময় অবরুদ্ধ থাকা ত্রিপলি পুরোপুরি দখলে নেয়া হয়েছে। এ খবর জানিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

জাতীয় ঐক্যমতে সরকারের (জিএনএ) সেনাবাহিনী অপারেশন রুম বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, বাহিনীর সদস্যরা ত্রিপোলি শহরের প্রশাসনিক অঞ্চলসহ সব এলাকা দখল করেছে।

জিএনএ সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ জ্ঞানো বলেন, আমাদের বীর বাহিনী বৃহত্তর ত্রিপলি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে।

সম্প্রতি কয়েক সপ্তাহে হাফতার বাহিনীর সঙ্গে সিরিজ যুদ্ধের মাধ্যমে সরকারি সেনাবাহিনী এ জয় পেয়েছে।

এর আগে জিএনএ সরকারি বাহিনী বুধবার ত্রিপলি আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেয়। ২০১৪ সাল থেকে এটি বন্ধ রয়েছে। গত বছর হাফতার বাহিনী আক্রমণ করা পর্যন্ত লিবিয়ার সেনাবাহিনীর হাতে বিমানবন্দরটির নিয়ন্ত্রণ ছিল।


আরো সংবাদ



premium cement