বন্ধ হয়ে গেল আল-আকসা মসজিদ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মার্চ ২০২০, ০৯:৫৪
করোনা আতঙ্ক এখন গোটা বিশ্বজুড়ে। করোনাভাইরাস মোকাবেলায় বন্ধ করা হয়েছে জেরুসালেমের আল-আকসা মসজিদ।
প্রাণঘাতী করোনা মোকাবেলায় রোববার বন্ধ ঘোষণা করা হয়েছে মসজিদের সব ধরনের ইবাদত কার্যক্রম। সেই সাথে বন্ধ হয়েছে বিখ্যাত কুববাত আস-সাখরা মসজিদও।
জেরুসালেম ইসলামিক ওয়াকফ বিভাগ বলছে, আগামী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হবে আল আকসার সব ধরনের কার্যক্রম। তবে মসজিদের বাইরে সব ধরনের ইবাদত চালু রাখার কথা জানিয়েছে আল-আকসার পরিচালক ওমর কিসোয়ানি।
উল্লেখ্য, ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আল-আকসা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুসলিমদের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান আল-আকসা। এ দিকে ইসরাইলের পশ্চিম তীরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। এরই মধ্যে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে ১০০ জন বেশি মানুষের যেকোনো ধরনের সামাজিক সমাবেশ। মিডলইস্ট মনিটর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা