সোলাইমানি হত্যার কঠিন জবাব দেয়ার হুঙ্কার নতুন কমান্ডারের
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জানুয়ারি ২০২০, ১৩:৫৪
ইরানের এলিট বাহিনী কুদস ফোর্সের নবনিযুক্ত কমান্ডার ইসমাইল কায়ানি বলেছেন, যুক্তরাষ্ট্র কাসেম সোলাইমানিকে ‘কাপুরুষোচিতভাবে’ হত্যা করেছে, আমরা এর ‘বীরোচিত’ জবাব দেয়ার অঙ্গীকার করেছি।
ইসমাইল কায়ানি সোমবার তার দায়িত্বগ্রহণের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে ইসলামিক রেভোলিউশনারি গার্ডের (আইআরজিসি) শীর্ষস্থানীয় কমান্ডারদের একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
তিনি বলেন, তারা সোলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যা করেছে। যারা এই রক্তের বদলা নিতে চায় সেসব স্বাধীনতাকামী মানুষদের সাথে নিয়ে তাদের কঠিন জবাব দেব ইনশাআল্লাহ।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহত হওয়ার পরে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু উপক্রম হয়। এর জেরে ৮ জানুয়ারী ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সৈন্য বিতাড়িত করার ঘোষণা দেন। আল জাজিরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা