সৌদি পররাষ্ট্রমন্ত্রী পদে পরিবর্তন, জুবায়েরের পদাবনতি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ ডিসেম্বর ২০১৮, ০৭:২০, আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৮:৫২
সৌদি আরবে মন্ত্রিসভায় পরিবর্তনের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের পদাবনতি ঘটেছে। রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ইব্রাহিম আল-আসাফকে। আর জুবায়েরকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে।
গত ২ অক্টোবর তুরস্কে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর সৌদি মন্ত্রিসভায় বড় ধরনের এই পরিবর্তন আনা হলো। খাশোগি হত্যাকাণ্ডে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ক্রাউন প্রিন্স সালমান এতে জড়িত বলেও খবর প্রকাশিত হয়েছে।
তবে আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের পলিসি অ্যানালাইসিসের প্রধান মারওয়ান কাবালান বলেন, জুবায়েরকে সরিয়ে দেয়ার ঘটনা অপ্রত্যাশিত ছিল না। ২০১৫ সালে সাবেক সৌদি বাদশাহ ইন্তেকাল করার পরও এই পরিবর্তন হতে পারত। এমন খাশোগি হত্যাকাণ্ড না হলেও তাকে সরিয়ে দেয়া হতে পারত।
বিবিসি/আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা