শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭, আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬
সৌদি আরবের সকল মুসলিমকে শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সুপ্রিম কোর্ট চাঁদ দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে। এরপর এই সংক্রান্ত পর্যবেক্ষণ তথ্য তাদেরকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। খালি চোখে দেখা কিংবা দূরবীন দিয়ে দেখা, যেকোনো তথ্যই শেয়ার করার জন্য বলা হয়েছে।
সূত্রটি জানিয়েছে, যারা চাঁদ দেখবে, তারা যেন তাদের পর্যবেক্ষণ তথ্য নিকটতম আদালতে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছিয়ে দেয়, সেজন্যও উৎসাহিত করা হয়েছে।
উল্লেখ্য, রমজানের চাঁদ দেখা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে রমজানের সূচনা জানা যায়। রমজান শুরু হলে বিশ্বব্যাপী মুসলমানরা রোজা উদযাপন করে।
সূত্র : গালফ নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা