২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

৩ বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে সতর্কতা

৩ বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে সতর্কতা - ছবি - সংগৃহীত

ইসরাইলের তেল আবিবের দুই শহরতলিতে তিনটি খালি বাসে পর পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাত ইয়াম ও হলনের পার্কিং লটে ওই তিন বাসে বিস্ফোরণ ঘটে বলে বেশ কয়েকটি ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে।

তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি এবং ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ।

এছাড়াও পুলিশের এক বিবৃতি থেকে জানা গেছে, বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা করে দেখছেন যাতে কোনো অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তু না থাকে।

পুলিশ ঘটনাস্থলের ছবিও প্রকাশ করলেও বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন জানায়, ঘটনাটি সমন্বিত আক্রমণ কিনা তা খতিয়ে দেখছে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও পুলিশ।

ইয়েদিওথ আহরোনোথের তথ্য মতে, বিস্ফোরণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাত ইয়ামের সমস্ত হালকা রেল ট্রানজিট বন্ধ করে দেয়া হয়। এছাড়াও ইসরাইলজুড়ে বাস চালকদের তাদের যানবাহন থামিয়ে সন্দেহজনক বস্তুর জন্য তল্লাশি করার নির্দেশ দেয়া হয়।

পুলিশ হলন ও বাত ইয়ামে বাসের সাথে সংযুক্ত দুটি অবিস্ফোরিত ডিভাইসও খুঁজে পেয়েছে বলে জানায়।
ইসরাইলি আর্মি রেডিও পরে জানায়, বাত ইয়ামে পাওয়া একটি ডিভাইসে ‘তুলকারেম ক্যাম্পের প্রতিশোধ’ লেখা ছিল।

এদিকে চ্যানেল ১৩ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, নেতানিয়াহু বাসে বিস্ফোরক স্থাপনের ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মনে করেন। তিনি পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেবেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল