২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

৩ বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে সতর্কতা

৩ বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে সতর্কতা - ছবি - সংগৃহীত

ইসরাইলের তেল আবিবের দুই শহরতলিতে তিনটি খালি বাসে পর পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাত ইয়াম ও হলনের পার্কিং লটে ওই তিন বাসে বিস্ফোরণ ঘটে বলে বেশ কয়েকটি ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে।

তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি এবং ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ।

এছাড়াও পুলিশের এক বিবৃতি থেকে জানা গেছে, বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা করে দেখছেন যাতে কোনো অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তু না থাকে।

পুলিশ ঘটনাস্থলের ছবিও প্রকাশ করলেও বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন জানায়, ঘটনাটি সমন্বিত আক্রমণ কিনা তা খতিয়ে দেখছে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও পুলিশ।

ইয়েদিওথ আহরোনোথের তথ্য মতে, বিস্ফোরণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাত ইয়ামের সমস্ত হালকা রেল ট্রানজিট বন্ধ করে দেয়া হয়। এছাড়াও ইসরাইলজুড়ে বাস চালকদের তাদের যানবাহন থামিয়ে সন্দেহজনক বস্তুর জন্য তল্লাশি করার নির্দেশ দেয়া হয়।

পুলিশ হলন ও বাত ইয়ামে বাসের সাথে সংযুক্ত দুটি অবিস্ফোরিত ডিভাইসও খুঁজে পেয়েছে বলে জানায়।
ইসরাইলি আর্মি রেডিও পরে জানায়, বাত ইয়ামে পাওয়া একটি ডিভাইসে ‘তুলকারেম ক্যাম্পের প্রতিশোধ’ লেখা ছিল।

এদিকে চ্যানেল ১৩ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, নেতানিয়াহু বাসে বিস্ফোরক স্থাপনের ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মনে করেন। তিনি পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেবেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি


আরো সংবাদ



premium cement
চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণ নয়, শ্লীলতাহানি হয়েছে : পুলিশ সুপার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ১০০ ফিলিস্তিনি নিহত মধ্য ও পূর্ব ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতহানির ঘটনায় আরো ৩ জন গ্রেফতার ইবির আল কুরআন বিভাগের প্রথম পুণর্মিলনী অনুষ্ঠিত রাজনীতিবিদদের মাঝে বিভেদ থাকলে সামনের দিনগুলো খারাপ হতে পারে : আবুল আসাদ ডুসাসের নেতৃত্বে শুয়াইব-আশিক ইসলামী যুব মজলিসের নতুন কমিটি গঠন বাংলাদেশ পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : ধর্ম উপদেষ্টা সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশের সুরক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় যাকাত গুরুত্বপূর্ণ : বাণিজ্য উপদেষ্টা

সকল