গাজায় যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলের হাতে নিহত ১১৮ ফিলিস্তিনি, আহত ৮২২
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692116_115.jpg)
গাজায় ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৮২২ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ এক বিবৃতিতে বলেন, ‘এ পরিসংখ্যানে সরাসরি হামলায় নিহত, আহত অথবা অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে প্রাণ হারানো ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছে।’
তিনি উল্লেখ করেন যে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরাইলি বাহিনীর সরাসরি হামলায় ৯২ জন নিহত হয়েছেন।
ওই কর্মকর্তার তথ্য মতে, ১৯ জানুয়ারি থেকে গাজার ধ্বংসস্তূপ থেকে মেডিক্যাল দল ৬৪১ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে। এর মধ্যে প্রায় ১৯৭ জনের পরিচয় জানা যায়নি।
মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সংঘটিত ইসরাইলের যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৪৮ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো এক লাখ ১১ হাজার ৬৬৫ জন। এছাড়াও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি ও মিডল ইস্ট মনিটর