ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ : দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সমর্থন আরব আমিরাতের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692104_145.jpg)
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে একটি ফোন কল করেছেন। তাতে তিনি ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ‘দুই রাষ্ট্র সমাধান’ করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থার বরাত দিয়ে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
যে কয়েকটি আরব দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত অন্যতম।
বার্তাসংস্থার জানিয়েছে, শেখ মোহাম্মদ ফোন কলে বলেছেন যে এই অঞ্চলে একটি ন্যায্য এবং ব্যাপক শান্তির দিকে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। যা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে সকলের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার নিশ্চয়তা দেয়।’
মধ্যপ্রাচ্যের দেশগুলো গাজা উপত্যকার দখল ও মালিকানার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ ও বিরোধিতা প্রকাশ করে। মিসর ও জর্ডানসহ আশপাশের দেশগুলোতে ওই অঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক পুনর্বাসন করার সময় বিবৃতিটি আসে।