৩ ইসরাইলি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২০, আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪১
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690783_177.jpg)
ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের পঞ্চম ধাপে তিন ইসরাইলি বন্দির বিনিময়ে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাচ্ছেন আজ।
ইতোমধ্যে হামাস তিন পণবন্দির নামের তালিকা প্রকাশ করেছে। তারা হলেন, এলি শারাবি, ওহাদ বেন আমি ও অর লেভি। তারা সকলেই বেসামরিক নাগরিক।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে, ইসরাইল ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এদের মধ্যে ৭০ জনেরও বেশি যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। বাকিরা যুদ্ধের সময় আটক গাজার বাসিন্দা।
১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস এখন পর্যন্ত ১৮ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরাইল ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের শেষ তিন সপ্তাহের মধ্যে আরো ৩৩ জন পণবন্দি এবং এক হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কথা রয়েছে। তবে ৩৩ জন পণবন্দির মধ্যে আটজন মারা গেছেন বলে দাবি করেছে ইসরাইল।
উল্লেখ্য, ইসরাইলের যুদ্ধে গাজায় কমপক্ষে ৪৭ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসঙ্ঘের পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি আক্রমণে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
সূত্র : বিবিসি