লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরাইলের হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690542_110.jpg)
ইসরাইল বৃহস্পতিবার রাতে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর অস্ত্র রাখার দু’টি লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
জেরুজালেম থেকে ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তারা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অস্ত্র মজুদ থাকা দু’টি সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে।
লেবাননে দু’মাসের সর্বাত্মক যুদ্ধসহ এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত ২৭ নভেম্বর থেকে ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, লেবাননের সেনাবাহিনীকে দক্ষিণে জাতিসঙ্ঘের শান্তিরক্ষীদের পাশাপাশি মোতায়েন করার এবং ৬০ দিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর সে এলাকা থেকে সরে যাওয়ার কথা ছিল।
এছাড়াও চুক্তির শর্তাবলী অনুযায়ী ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে থাকা তাদের অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলবে এবং তার বাহিনীকে সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী লিতানি নদীর উত্তরে সরিয়ে নেবে।
তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং উভয়পক্ষই বারবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।
সূত্র : বাসস