০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট সৌদির পর এবার তুরস্ক যাচ্ছেন

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা - ছবি : বাসস

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আজ আঙ্কারা সফরে যাচ্ছেন।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, সিরিয়ার পুনর্গঠন এবং দেশটির সীমান্তের কাছে কুর্দি যোদ্ধাদের অস্থিতিশীল সমস্যা নিয়ে তুরস্কের নেতাদের সাথে আলোচনার লক্ষ্যে সিরিয়ার নেতা তুরস্ক যাচ্ছেন।

৮ ডিসেম্বর সিরিয়ার দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবের পর বিকেলের দিকে তার তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে।

আল-আসাদকে উৎখাত করার পর তুরস্কের সাথে ৯০০ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেয়া সিরিয়া একাধিক আঞ্চলিক ও শাসন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

সৌদি আরব সফরের পর ভারসাম্যপূর্ণ আঞ্চলিক সম্পর্ক বজায় রাখায় বছরের পর বছর ধরে আঙ্কারার সাথে গড়ে ওঠা কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দেবেন শারা।

সোমবার তুরস্কের নেতার কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে শারার মঙ্গলবারের এই সফরে প্রেসিডেন্ট প্রাসাদে তাকে আপ্যায়ন করা হবে।

এরদোগানের যোগাযোগ প্রধান ফাহরেত্তিন আলতুন এক্স-এ লিখেছেন, আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এরদোগান ও শারার মধ্যে আলোচনায় সিরিয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য নেয়া যৌথ পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করা হবে।

অর্থনৈতিক সঙ্কটের কারণে নিজেদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তুরস্ক ১৩ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনরুদ্ধারে সাহায্য করার প্রস্তাব দিয়েছে। বিনিময়ে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে দামেস্কের সমর্থন পেতে আগ্রহী তুরস্ক। ওই অঞ্চলে মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সাথে আঙ্কারা-সমর্থিত বাহিনীর লড়াই চলছে।

সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement
বগুড়ায় বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর ‘সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয়’ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ৮ ফেব্রুয়ারি বগুড়ার ধুনটে ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেফতার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে গ্রেফতার ৪ ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২ হাজার ৫৯৪টি মামলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করেই নির্বাচন দিতে হবে : গোলাম পরওয়ার মার্কিন বাণিজ্য যুদ্ধের সূচনা : কারণ ও ফলাফল পশ্চিমতীরে ২ ইসরাইলি সেনা নিহত, আহত আরো ৮ খুলনায় চিত্রনায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

সকল