০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

‘নেতানিয়াহু বন্দীবিনিময় চুক্তিতে বাধা দিচ্ছে’

- ছবি : আনাদোলু এজেন্সি

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার হামাসের সাথে বন্দীবিনিময় চুক্তিকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। শনিবার হামাসের হাতে বন্দী ইসরাইলিদের পরিবার এমন অভিযোগ করেছে।

তেল আবিবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বন্দীদের পরিবার আয়োজিত এক সম্মেলনে এই অভিযোগ করা হয়। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালের স্মোট্রিচ এক বক্তব্যে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ পূর্ণ হলে পুনরায় যুদ্ধ শুরু হবে।

বন্দীদের পরিবারের অভিযোগ, ‘নেতানিয়াহু বন্দীবিনিময় চুক্তিকে আটকানোর চেষ্টা করছেন।’ এরপর তারা বলছেন, আমরা চুক্তির দ্বিতীয় অংশ কার্যকর হওয়ার জন্য দিন গুনছি। কিন্তু এ নিয়ে আমরা খুব চিন্তিত। আমরা এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আপিল করব। আমরা তাদেরকে জানাবো যে নেতানিয়াহু ও তার মন্ত্রী পরিষদ বন্দীবিনিময় চুক্তিকে বাধা দেয়ার চেষ্টা করছে।

তারা আরো বলছে, অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেছেন যে চুক্তির প্রথম ধাপ পূর্ণ হলে পুনরায় যুদ্ধ শুরু হবে। কিন্তু আমরা তাদেরকে সেই সুযোগ দেব না। আমরা এখনো যারা হামাসের হাতে বন্দী রয়েছে, তাদেরকে ভাগ্যের হাতে ছেড়ে দেব না।

বন্দীবিনিময় চুক্তির প্রথম ধাপে যেসব বন্দী মুক্তি পেয়েছেন, তাদের নিয়ে আনন্দ প্রকাশ করেছেন বন্দীদের পরিবার। তবে এখনো যারা বন্দী রয়েছেন, তাদের নিয়ে ইসরাইলি নেতৃবৃন্দের সমালোচনা করেছেন। তারা বলছে যে রাজনৈতিক দায়িত্বজ্ঞানহীনতার কারণে অবশিষ্ট বন্দীরা এখনো হামাসের হাতে রয়েছে।

তারা জোর দিয়ে বলেছে যে এখনো হামাসের হাতে ৭৯ ইসরাইলি বন্দী রয়েছে। তারা অপেক্ষা করছেন, সত্ত্বর তাদেরকেও রক্ষা করা হবে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ : ৩ দিনে ক্ষতি দেড় কোটি টাকা আ’লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার : প্রেস সচিব ভালুকায় তোফাজ্জল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত ৮ চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে হবে : লায়ন ফারুক মৌলভীবাজারে যুবলীগ নেতা আটক যুক্তরাষ্ট্রের শুল্কের সাথে ব্যথানাশক ফেন্টানিলের কী সম্পর্ক কুয়েটের সনদ বাতিলসহ ১৩ শিক্ষার্থীর বিভিন্ন ধরনের সাজা মাধবদীতে মরিয়ম ও আদর্শ টেক্সটাইল মিলে আগুন জনগণই তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন থেকে উঠিয়ে দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা খুব শিগগির ইইউর ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

সকল