গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে একমত ট্রাম্প ও সিসি
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৫
গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। শনিবার এক টেলিফোন কলে এই বিষয়ে প্রয়োজনীয়তা স্বীকার করেন দুই নেতা।
মিসরের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তবে এ সময় দুই নেতা মিসর ও জর্ডানে ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে কোনো কথা বলেছেন কিনা, সেটি স্পষ্ট নয়।
হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা গাজা থেকে বন্দীদের মুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এ সময় সিসি প্রত্যাশা রাখেন যে ট্রাম্প যেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য কাজ করেন।
মিসর জানিয়েছে, উভয় নেতা ইসরাইল ও হামাসের মাঝে যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় ধাপের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে ইতিবাচক আলোচনা করেছেন। এ সময় তারা গাজায় মানবিক সহায়তা পাঠানোর প্রয়োজন বিষয়েও একমত হয়েছেন।
সূত্র : রয়টার্স