০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

ইসরাইলি স্পাইওয়্যার প্রতিষ্ঠানের নজরদারিতে ১০০ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী

ইসরাইলি স্পাইওয়্যার প্রতিষ্ঠানের নজরদারিতে ১০০ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী - ছবি - সংগৃহীত

মেটার জনপ্রিয় হোয়াটসঅ্যাপ চ্যাট সার্ভিস শুক্রবার জানিয়েছে, এর ব্যবহারকারী প্রায় ১০০ জন সাংবাদিক ও সুশীল সমাজের অন্যান্য সদস্য ইসরাইলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশনসের নজরদারির শিকার হয়েছে।

সাংবাদিক ও অন্যান্য সুশীল সমাজের সদস্যদের তাদের ডিভাইসের সম্ভাব্য গুপ্তচরবৃত্তি সম্পর্কে সতর্ক করেছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানায়, তাদের ‘বিশ্বাস’ প্রশ্নবিদ্ধ ৯০ জন ব্যবহারকারীর ওপর গুপ্তচরবৃত্তি করা হয়েছিল এবং ‘সম্ভবত তাদের ডিভাইসের নিরাপত্তা লঙ্ঘন হয়েছে।’

এই হামলার পেছনে কারা ছিল তা স্পষ্ট নয়। অন্যান্য স্পাইওয়্যার নির্মাতাদের মতে, প্যারাগনের হ্যাকিং সফটওয়্যারটি সরকারি ক্লায়েন্টরা ব্যবহার করে। হোয়াটসঅ্যাপ জানায় যে তারা অভিযুক্ত আক্রমণের নির্দেশদাতাদের শনাক্ত করতে পারেনি।

বিশেষজ্ঞরা বলেন, ‘জিরো-ক্লিক’ আক্রমণের মাধ্যমে গুপ্তচরবৃত্তি করা হয়েছে। অর্থাৎ গুপ্তচরবৃত্তির জন্য কোনো ক্ষতিকর লিঙ্কে ক্লিক করার প্রয়োজন হয়নি।

তবে কারা গুপ্তচরবৃত্তি শিকার হয়েছেন বা তারা যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা তা প্রকাশ করতে হোয়াটসঅ্যাপ অস্বীকৃতি জানিয়েছে।

হোয়াটসঅ্যাপ জানায়, তারা প্যারাগনকে সর্তক করে একটি চিঠি পাঠিয়েছে এবং তারা তাদের আইনি বিকল্পগুলো নিয়ে অনুসন্ধান করছে।

প্যারাগন সরকারি ক্লায়েন্টদের কাছে উচ্চমানের নজরদারি সফটওয়্যার বিক্রি করে। তারা সাধারণত তাদের পরিষেবাগুলোকে অপরাধ দমন ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে প্রচার করে।

ভুক্তভোগীর অজান্তেই মোবাইল ডিভাইসে দূরবর্তী অ্যাক্সেসের অনুমতি দেয় এমন স্পাইওয়্যার সাংবাদিক, কর্মী ও কমপক্ষে ৫০ জন মার্কিন কর্মকর্তার ফোনে এর আগেও আবিষ্কৃত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে যে ইসরাইল-নির্মিত পেগাসাস স্পাইওয়্যার বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মী, সাংবাদিক, এমনকি রাষ্ট্রপ্রধানদের ওপর গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করেছে।

সূত্র : দ্য গার্ডিয়ান ও আল জাজিরা


আরো সংবাদ



premium cement
মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় অসুস্থ শিশুর মৃত্যু অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে : মুজিবুর রহমান পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু : বিচার দাবিতে মানববন্ধন পুতিনের সাথে কথা বলবেন ট্রাম্প পর্দা উঠল অমর একুশে বইমেলার নারী ফুটবল দলের ‘কোচ হটাও’ বিদ্রোহের নেপথ্যে কী রয়েছে? সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না : মন্ত্রিপরিষদ সচিব ৪১ দফা জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার : হামিদুর রহমান আযাদ নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু আশুলিয়ায় ছাত্র আন্দোলনে নিহত ৪ জনের লাশ উত্তোলন শেষ দল হিসেবে প্লে-অফে খুলনা টাইগার্স

সকল