১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

হামাস পণবন্দীদের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু - ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ঘোষণা করেছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের নামের তালিকা হামাস না দেয়া পর্যন্ত শুরু হবে না।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘প্রধানমন্ত্রী ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরু হবে না, যতক্ষণ পর্যন্ত হামাস ইসরাইলকে মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের নামের তালিকা না দেবে।’

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে দিন দুয়েক আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) থেকেই সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে যুদ্ধবিরতি কার্যকরের আগেই দেখা দিয়েছে জটিলতা। হামলা চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)।

আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে না চলায় তাদের সামরিক গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আজ সকাল পর্যন্ত হামাস যুদ্ধবিরতি চুক্তি মানছে না এবং চুক্তির বিপরীতে গিয়ে তারা ইসরাইলকে আজকে মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের নাম দেয়নি।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, যতক্ষণ না হামাস তার বাধ্যবাধকতা পূরণ না করে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। হামাস চুক্তির প্রতি তাদের বাধ্যবাধকতা পূরণ না করর পর্যন্ত আইডিএফ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।’

তবে নেতানিয়াহুর ঘোষণার কিছুক্ষণ পরেই, হামাস যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, কারিগরি সমস্যার কারণে মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের তালিকা প্রকাশে দেরি হচ্ছে।
সূত্র : আল জাজিরা ও দ্য টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement
জিয়া চিরদিন মানুষের হৃদয়ের মাঝেই বেঁচে থাকবেন : রিজভী বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের নির্বাচন হলেই সঙ্কট কেটে যাবে : ফখরুল সাভারে বাংলাদেশ বেতারে টেন্ডার জমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ প্রধান উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ বগুড়ায় চরাঞ্চলে যুবদলের শীতবস্ত্র বিতরণ বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪৭২৩ কোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল দাবিতে মানববন্ধন আমরা এখনো শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গঠন করতে পারিনি : মাসুদ হোসেন কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় মারধরে নারী নিহত, গ্রেফতার ১

সকল