গাজায় যুদ্ধবিরতি ‘অস্থায়ী’ বলে দাবি নেতানিয়াহুর
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জানুয়ারি ২০২৫, ১১:০০, আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৬
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজা উপত্যকায় হামাসের সাথে রোববার কার্যকর হতে যাওয়া যুদ্ধবিরতি চুক্তি ’অস্থায়ী’ হবে।
এক বিবৃতিতে শনিবার নেতানিয়াহু বলেন, হামাসের সাথে চুক্তির পরবর্তী ধাপগুলো বাস্তবায়িত না হলে ইসরাইলকে পুনরায় আক্রমণ শুরু করার অধিকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি আরো বলেন, ‘ফিলাডেলফি করিডোরে ইসরাইল সৈন্য সংখ্যা কমাবে না বরং প্রথম পর্যায়ে তাদের সংখ্যা বাড়াবে।’
নেতানিয়াহুর কার্যালয় বৃহস্পতিবার গণমাধ্যমে একজন ’ঊর্ধ্বতন রাজনৈতিক কর্মকর্তার’ একটি বিবৃতি প্রচার করেছে, যেখানে ফিলাডেলফি করিডোর থেকে সরে না আসার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
তবে বুধবার দোহায় ঘোষিত ইসরাইল ও হামাসের মধ্যে চুক্তির মূল বক্তব্য ভিন্ন ইঙ্গিত দেয়।
চুক্তি অনুযায়ী, উভয়পক্ষের মধ্যে সংযুক্ত মানচিত্র ও চুক্তির ভিত্তিতে ইসরাইলি পক্ষ প্রথম পর্যায়ে করিডোর এলাকায় ধীরে ধীরে সৈন্য সংখ্যা কমিয়ে আনবে।
এতে আরো বলা হয়েছে, ‘প্রথম পর্যায়ের শেষ বন্দী মুক্তির পর, ৪২তম দিনে ইসরাইলি বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার শুরু করবে এবং ৫০তম দিনের মধ্যে তা সম্পন্ন করবে।’
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা