লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আবার ইয়েমেনি হামলা, ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জানুয়ারি ২০২৫, ১৭:২৩
লোহিত সাগরে মার্কিন বিমানবাহিনী রণতরী ইউএসএস হ্যারি জে ট্রুম্যানে আবার হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে, গতকাল (শনিবার) এ হামলা চালানোর সময় দু’পক্ষের মধ্যে নয় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার রাতে আল-মাসিরা নিউজ চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, এই নিয়ে হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে পঞ্চম দফা হামলা চালাল ইয়েমেন।
জেনারেল সারি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানা হয়। অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়েমেনের এই সেনা কর্মকর্তা বলেন, হামলার পর মার্কিন যুদ্ধজাহাজটি তার অবস্থান থেকে পিছু হটে উত্তর দিকে লোহিত সাগরের শেষ প্রান্তে চলে গেছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইল ও তার পৃষ্ঠপোষকরা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ এবং এই উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান চলবে।
এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে লোহিত সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ হ্যারি জে ট্রম্যান ও তার সহযোগী রণতরীগুলোর বিরুদ্ধে কয়েক দফা হামলা চালানোর খবর দিয়েছিল। ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে পঞ্চম দফা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারও লোহিত সাগরে মোতায়েন মার্কিন নৌবহরের ওপর হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চলকে সামরিকীকরণের জন্য আমেরিকা ও ব্রিটেনকে দায়ী করেছে ইয়েমেন। দেশটি বলেছে, এই অঞ্চলে বেসামরিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য ইঙ্গো-মার্কিন বাহিনী দায়ী। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকার সমর্থনে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইল অভিমুখী ও ইসরাইল থেকে ছেড়ে আসা জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
সূত্র : মেহের নিউজ, তাসনিম নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা