ইসরাইলি হামলায় উত্তর গাজায় ৫ হাজার ফিলিস্তিনি নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জানুয়ারি ২০২৫, ১৭:০৯, আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১৭:১৭
উত্তর গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ রয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
রোববার (১২ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজায় ১০০ দিন ধরে চলমান ইসরাইলি সামরিক অভিযানে পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত অথবা নিখোঁজ হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ অভিযানে আরো ৯ হাজার ৫০০ জন আহত হয়েছেন।
ইসরাইলি বাহিনী গত বছরের ৬ অক্টোবর উত্তর গাজার অভিযান শুরু করে। পরে যুদ্ধবিধ্বস্ত এ এলাকার লাখ লাখ মানুষের উপর মারাত্মক অবরোধ আরোপ করে তারা।
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরাইল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে।
জাতিসঙ্ঘের হিসাব মতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসাথে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিসরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।
ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া এক-দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে
সূত্র : আল-জাজিরা