চুক্তি লঙ্ঘন করে আবারো লেবাননে ইসরাইলি হামলা, গাজায় নিহত আরো ২০
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জানুয়ারি ২০২৫, ১০:৪৪
হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারো লেবাননে হামলা করেছে ইসরাইল। এ ঘটনায় বেশ কয়েকজন নিহতও হয়েছে। অবশ্য ইসরাইলি সেনাবাহিনী পরে বলেছে যে তারা এখনো লেবাননের সাথে ‘যুদ্ধবিরতির সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’।
এদিকে, শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ফরাসি দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স গাজার হাসপাতালগুলোতে বিদ্যুৎ জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীদের জন্য ‘বিপর্যয়কর পরিস্থিতি’ সম্পর্কে সতর্ক করেছে।
ইয়েমেনের হাউছি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থানগুলোতেও শুক্রবার ভোর থেকে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তারা ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎকেন্দ্র এবং হোদেইদাহ ও রাস ইসা বন্দরে ওই হামলা পরিচালনা করে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যায় কমপক্ষে ৪৬ হাজার ছয়জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ নয় হাজার ৩৭৮ জন আহত হন। সেদিন হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে কমপক্ষে এক হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দী হন।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা