০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হাউছিদের

- ছবি : সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছিরা মঙ্গলবার ইসরাইলে আরো দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে।

তারা জানায়, ইসরাইলি সামরিক বাহিনীর উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার কয়েক ঘণ্টা পর তারা এ হামলা চালিয়েছে।

হাউছি সামরিক বিবৃতির উদ্ধৃতি দিয়ে সানা থেকে এএফপি জানায়, ‘প্রথম হামলাটি ছিল তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে এবং দ্বিতীয়টি ছিল জেরুজালেমের দক্ষিণে একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে।’

হাউছিরা আরো বলেছে, ‘তারা আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলা করেছে। তবে এ সম্পর্কে মার্কিন সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।’

সোমবার রাতে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করার আগে গুলি করেছে।

হাউছিরা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের ইরান সমর্থিত হাউছিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল এবং লোহিত সাগর ও এডেন উপসাগরের জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে ইসরাইলও কয়েক দফা পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনে। সেখানে হাউছিদের কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইসরাইল।

গত সপ্তাহে, ইসরাইলি যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিশোধমূলক হামলা চালালে এতে চারজন নিহত হয়। ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস একটি ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন।

সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়ার উদ্যোক্তারা : রাষ্ট্রদূত ৯ জানুয়ারির পর আবারো শৈত্যপ্রবাহ পিআর পদ্ধতির নির্বাচন চালু করতে প্রয়োজনে গণভোট দিন : সেলিম উদ্দিন ঢাবিতে ২৪৪ কোটি টাকা ব্যায়ে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ সিরিয়ায় ৩৪ টন সহায়তা পাঠালো লিবিয়া সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮ সোনাগাজীতে ডাকাত দলের সদস্য গ্রেফতার উলিপুরে চর দখলের জেরে নিহত ১ র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ‘পানামা ফারুক’ তাহসানের শ্বশুর পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সকল