২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়া-লেবানন সীমান্তে অবকাঠামোয় হামলা চালিয়েছে ইসরাইল

- ছবি : ভয়েস অব আমেরিকা

সিরিয়া-লেবানন সীমান্তে জানতা গ্রামের কাছে হিজবুল্লার একটি ‘অবকাঠামো’ লক্ষ্য করে ইসরাইলের সামরিক বাহিনী হামলা চালিয়েছে।

জানা গেছে, অবকাঠামোটি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কাছে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহৃত হতো।

শুক্রবার সকালে ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘আজ সকালে ইসরাইলি বিমানবাহিনী সিরিয়া-লেবানন সীমান্তের জানতা ক্রসিং-এ সিরিয়া হয়ে হিজবুল্লার কাছে অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত অবকাঠামোতে হামলা চালিয়েছে।’

হামলাগুলো সিরিয়া বা লেবাননকে লক্ষ্য করে করা হয়েছে কিনা তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে লেবাননের সেনাবাহিনী ‘লেবাননের সার্বভৌমত্ব হামলা এবং দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রাম ধ্বংস করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন’ করার জন্য ইসরাইলকে অভিযুক্ত করার ঠিক এক দিন পর এই হামলা চালানো হলো।

জানতার কাছে কোনো সরকারি ক্রসিং পয়েন্ট নেই তবে অঞ্চলটি অবৈধ ক্রসিংয়ের জন্য পরিচিত।

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা বাহিনী (ইউএনআইএফআইএলও) দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর সৃষ্ট ‘অব্যাহত ধ্বংসযজ্ঞ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, শুক্রবারের হামলাগুলোর লক্ষ্য ছিল হিজবুল্লাহর হাতে অস্ত্র যাওয়া ঠেকানো। গত মাসে যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার আগ পর্যন্ত ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) হিজবুল্লাহর সাথে এক বছরের বেশি সময় ধরে স্থল ও বিমান যুদ্ধে লিপ্ত ছিল।

সামরিক বাহিনী জানায়, ‘সিরিয়া থেকে লেবাননে অস্ত্র চোরাচালান বন্ধ করতে এবং হিজবুল্লাহকে অস্ত্র চোরাচালানের রুট পুনঃপ্রতিষ্ঠা থেকে বিরত রাখতে আইডিএফ এর প্রচেষ্টার একটি অতিরিক্ত অংশ এই হামলা।’

তারা আরো বলে, ‘যুদ্ধবিরতি চুক্তির বোঝাপড়া অনুযায়ী, ইসরাইল রাষ্ট্রের জন্য যেকোনো হুমকি দূর করতে আইডিএফ কাজ চালিয়ে যাবে।’

গাজা যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লার শুরু হওয়া আন্তঃসীমান্ত গোলাগুলির প্রায় এক বছর পর এবং ইসরাইলের বোমা হামলা জোরদার করার প্রায় দুই মাস পরে ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হয়।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
বেলাবতে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান কবর দেয়ার কথা বললে কষ্ট লাগে : মির্জা আব্বাস দৌলতপুর বিএনপির কর্মীসভায় নেতাকর্মীর ঢল ‘দেশের পর্যটনকেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে’ দল পেলেন আলাউদ্দিন-মৃত্যুঞ্জয়, উপেক্ষিত মোসাদ্দেক ধলা স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সোয়া ২ ঘণ্টা পর চলাচল শুরু নড়াইলে ছাত্র আন্দোলনে গুলির ঘটনায় ২৯ জনের নামে মামলা ফৌজদারি মামলার তদন্ত থেকে পুলিশকে সরিয়ে দেয়ার চিন্তা যে কারণে মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করে ভারতীয় হাইকমিশনারকে মঈন খানের চিঠি জয়পুরহাটে মুজিবকোটে আগুন দিয়ে আ’লীগ নেতার দলত্যাগ বিপিএলের পর্দা উঠছে কাল

সকল