১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ইসরাইলি হামলার সময় ইয়েমেন বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচও প্রধান

ইসরাইলি হামলার সময় ইয়েমেন বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচও প্রধান - সংগৃহীত

ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরাইলি বিমান হামলার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম ঘেবরেইসাস সেখানে ছিলেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) তিনি এ কথা জানান।

ডব্লিউএইচও প্রধান বলেছেন, ‘দু’ঘণ্টা আগে, আমরা যখন বিমানে উঠতে যাচ্ছিলাম, তখন বিমানবন্দরে বোমাবর্ষণ শুরু হয়। আমাদের বিমান ক্রুর একজন সদস্য এ হামলায় আহত হয়েছেন। অন্তত দু’জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে এবং ডির্পাচার লাউঞ্জ- যার থেকে কয়েক মিটার দূরেই আমরা ছিলাম, ক্ষতিগ্রস্ত হয়েছে।’

‍তিনি জানান, বিমানবন্দর মেরামত না করা পর্যন্ত তাদের মিশন যেতে পারবে না। এর জন্য তাদের অপেক্ষা করতে হবে।

তেদরোস উল্লেখ করেন, তিনি ও তার সহকর্মীরা নিরাপদে আছেন। হামলায় নিহতদের পরিবারের প্রতি তারা আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

ডব্লিউএইচও প্রধান ও তার সহকর্মীরা জাতিসঙ্ঘের আটক কর্মীদের মুক্তির জন্য চুক্তি এবং দেশটির স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইয়েমেনে গিয়েছিলেন, যা বৃহস্পতিবারে শেষ হয়।

তিনি আরো বলেন, ‘আমরা বন্দীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান অব্যাহত রেখেছি।’

ইয়েমেনে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি যুদ্ধবিমান নতুন করে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম। এ আক্রমণ ইয়েমেনের সানা বিমানবন্দর ও পশ্চিম ইয়েমেনের আল-হুদেইদা বন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে লক্ষ্য করে করা হয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি


আরো সংবাদ



premium cement