ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭
ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক স্লোমি হেইস্লার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী মাসে ২০২৫ সালের বাজেট ঘোষণার পর তিনি পদত্যাগ করবেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ওই পদ থেকে অব্যাহতি নিচ্ছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তাকে ২০২৩ সালের জানুয়ারিতে সিনিয়র কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। দায়িত্ব নেয়ার দুই বছর পর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করছেন। স্মোট্রিচ পদত্যাগের পর দায়িত্ব কে নেবেন, সেটি এখনো জানানো হয়নি।
হেইস্লার কয়েক মাস আগে একটি মেডিক্যাল রিপোর্ট ইস্যু করে অব্যাহতি চেয়েছিলেন। এরপর তিনি ২০২৫ সালের বাজেট পর্যন্ত কাজ করতে সম্মত হয়েছেন।
তিনি বলেন, ইসরাইল গত দু’টি বছর ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার পর পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে।
তিনি আরো বলেন, এই দুই বছরে গাজা যুদ্ধের তীব্রতা স্তিমিত হয়েছে। ইসরাইলিরা এখন তাদের ঘরে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণের বাসিন্দারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে। সেজন্য আগামী বছরে বাজেট নেসেটে উপস্থাপনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নেব।
এই কর্মকতা বলেন, আমি অর্থমন্ত্রী মহোদয়ের সাথে একসাথে কাজ করেছি। এখন ওই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বাধ্য হওয়ায় আমি খুবই দুঃখিত।
সূত্র : মিডল ইস্ট মনিটর