হামাসের ২ কি.মি. দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরাইলের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮
হামাসের দুই কিলোমিটার দীর্ঘ টানেল ধ্বংসের দাবি করেছে ইসরাইল। বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরাইলের গাজা ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের সদস্যরা সম্প্রতি একটি অভিযান পরিচালনা করেছে। এর বিশেষ উদ্দেশ্য ছিল গাজা স্ট্রিপে হামাসের যে টানেল ও বিশেষ অবকাঠামো রয়েছে, তা ধ্বংস করা। সেজন্য তারা গাজা ডিভিশনের ইঞ্জিনিয়ারকে কাজে লাগিয়েছে। এক্ষেত্রে তারা অভিজাত ইয়াহালাম ইউনিটেরও সহযোগিতা নিয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, এ হামলার সময় গাজার প্রতিরোধ যোদ্ধাদের একটি দল তাদের প্রতিহত করার চেষ্টা করেছিল। সেজন্য তারা বিস্ফোরক দ্রব্য বহনকারী একটি ডিভাইসের মাধ্যমে আক্রমণও করেছিল। তবে তাদের ওই হামলা প্রতিহত করা হয়েছে। তবে এক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধাদরে অ্যান্টি ট্যাংক পজিশন ও অবকাঠামোর কারণে একটি ঝুঁকি ছিল। তবে সেটিও প্রতিরোধ করা হয়েছে।
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে ৪৫ হাজার ৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো এক লাখ সাত হাজার ৩৬১ জন। নিখোঁজ রয়েছে ১১ হাজারজন।
সূত্র : জেরুসালেম পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা