কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, হতাহত অনেক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৩০
কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অনেক যাত্রীর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার আকতাউয়ের নিকটবর্তী কাজাখ সিটিতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় সূত্রে সিএনএন জানিয়েছে, তাদের তদন্ত দল এর কারণ অনুসন্ধানে জানতে পেরেছে যে বিমানটি যখন ওই এলাকায় পৌঁছে, হঠাৎ করে তাতে আগুন ধরে যায়। এতে ওই হতাহত ঘটেছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আগুন নেভাচ্ছে। আর ক্ষতিগ্রস্থদের সম্পর্কে আরো তদন্ত করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিক অনুসন্ধানে কারো মৃত্যুর সংবাদ জানা যায়নি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র : সিএনএন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা