ইসরাইলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি মিলিশিয়ারা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৭
ইরাকের ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ইসরাইলের ওপর তাদের হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে লেবানন-ভিত্তিক হিজবুল্লাহপন্থী সংবাদপত্র আল-আখবার।
একজন মিলিশিয়া নেতা আল-আখবারকে বলেছেন, গোষ্ঠীগুলো সিরিয়ার বিষয়ে জড়িত হওয়া এড়ানোর পাশাপাশি হামলা বন্ধ করতে ইরাকি সরকারের সাথে সম্মত হয়েছে।
গাজায় ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের তথাকথিত প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে ইসরাইলে ড্রোন আক্রমণ চালিয়ে আসছিল মিলিশিয়ারা। ইরাকি ড্রোন গত অক্টোবরে গোলান মালভূমির সামরিক ঘাঁটিতে আঘাত করলে দুই সৈন্য নিহত ও ২৪ জন আহত হয়।
হারাকাত হিজবুল্লাহ আল-নুজাবার এক সদস্য বলেন, ‘সশস্ত্র দলগুলো ইরাক সরকারের কথা মেনে চলে, বিশেষ করে সিরিয়ায় যা ঘটেছিল তার পরে। তাদের বাশার আল-আসাদের সরকার উৎখাতের চেয়ে খারাপ পরিস্থিতিতে টেনে আনার উদ্দেশ্য থাকতে পারে, যা হতে পারে আবার ইরাকে সন্ত্রাসবাদের প্রত্যাবর্তন।’
কাতাইব সাইয়্যিদ আল-শুহাদার আরেক মিলিশিয়া কর্মকর্তা যুক্তি দেন, ‘ইসরাইলের বিরুদ্ধে দলগুলোর কার্যক্রম লেবাননের হিজবুল্লাহর অপারেশনের সাথে যুক্ত ছিল এবং লেবাননে যুদ্ধবিরতি হলে ইরাকি দলগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।’
সূত্র : দ্য টাইমস অফ ইসরাইল