মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হাউছিদের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
লোহিত সাগর এলাকায় একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছি সম্প্রদায়।রোববার (২২ ডিসেম্বর) গোষ্ঠীটির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য জানান।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইয়াহিয়া সারি বলেছেন, হাউছি যোদ্ধারা ইয়েমেনের উপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি হামলা সফলভাবে প্রতিহত করেছে।
তিনি আরো বলেন, গতরাতে এক হামলায় তার যোদ্ধারা বিমানবাহী মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং এর সাথে থাকা বেশ কয়েকটি ডেস্ট্রয়ারকে নিশানা বানিয়েছিল।
সারি বলেন, এই হামলায় আমরা আটটি ক্রুজ মিসাইল ও ১৭টি ড্রোন ব্যবহার করেছি। ফলে ওই এফ-১৮ যুদ্ধবিমানটি ভূপাতিত করা সম্ভব হয়েছিল। তবে আক্রমণের সময় রণতরী থেকে হামলা প্রতিরোধের চেষ্ট করা হয়েছিল।
অবশ্য রোববার সকালেই মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিয়েছিল যে মার্কিন নৌ বাহিনী ভুলক্রমে এফ/এ-১৮ একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর