২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ২ ইসরাইলি সেনা নিহত

রাফায় একটি বিধ্বস্ত ভবনের পাশে পজিশনে ইসরাইলি সেনারা - ছবি : এপি

উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে’ এক স্নাইপারসহ মোট দুই ইসরাইলি সেনাকে হত্যা করা হয়েছে।

তবে এই হামলার বিষয়ে ইসরাইলি বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত ১৩ হাজার ৫০০ জন ইসরাইলি সেনা কর্মকর্তা ও সদস্য আহত হয়েছে। আহত সৈন্যদের ৩৭ শতাংশ অঙ্গ-প্রত্যঙ্গ গুরুতর আঘাতে পেয়েছেন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এছাড়া আরো অন্তত পাঁচ হাজার ২০০ সেনা মানসিক রোগ আক্রান্ত।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement