২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে : নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু - ছবি : সংগৃহীত

হামাসকে নির্মূল বা অপসারণ না করা পর্যন্ত যুদ্ধ বন্ধে সম্মত হবেন না বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (২০ ডিসেম্বর) ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় লেখক এলিয়ট কফম্যানের কাছে দেয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন যে হামাসকে না সরানো পর্যন্ত তিনি ‘যুদ্ধ বন্ধে সম্মতি দিবেন না’। এ সাক্ষাৎকারটি পরে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদমাধ্যমে শুক্রবার প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধ ও বন্দীদের ছেড়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘গাজার ক্ষমতা আমরা তাদের হাতে ছেড়ে দিব না, যেখানে গাজা তেল আবিব থেকে ৩০ মাইল দূরে। তাই এ রকম কোনো কিছুই ঘটবে না।’ হামাস অক্ষত থাকলে এ ধরনের চুক্তিকে ইসরাইলি প্রধানমন্ত্রী এক পক্ষীয় হিসেবে ধরে নেবেন বলে মন্তব্য করেছে ওয়াল স্ট্রিট জার্নালের এ প্রতিবেদন।

ইসরাইলের এ নেতা কফম্যানকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, হামাস-হিজবুল্লাহর দুর্বল হয়ে যাওয়া ও আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে বিরোধীশক্তির বিরুদ্ধে ইসরাইল জয়লাভ করছে।

উল্লেখ্য, হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে আক্রমণের মধ্য দিয়ে হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হয়। এখন পর্যন্ত এ যুদ্ধে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র : দ্যা জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement