২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

সিরিয়ার নতুন নেতা আহমদ আল-শারা। তিনি আবু মোহাম্মদ আল-জোলানি নামেই বেশি পরিচিত - ছবি : সংগৃহীত

সিরিয়ার নতুন নেতা আহমদ আল-শারাকে গ্রেফতার করা জন্য যে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের নিকট প্রাচ্যবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ সিরিয়ার রাজধানীতে নতুন প্রশাসনের সাথে কথা বলার পর এই ঘোষণা দেন। উল্লেখ্য, অতি সম্প্রতি বাশার আল-আসাদকে উৎখাতে নেতৃত্ব দিয়েছিলেন এই আল-শারা। তিনি আবু মোহাম্মদ আল-জোলানি নামেই বেশি পরিচিত।

হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে আন্দোলনের ফলে চলতি মাসের প্রথম দিকে বাশার সরকারের পতন ঘটে। এরপর এটিই ছিল মার্কিন কূটনীতিকদের প্রথম সিরিয়া সফর।

যুক্তরাষ্ট্র ২০১৮ সালে এইচটিএসকে 'সন্ত্রাসী' সংগঠন হিসেবে ঘোষণা করে। এই গ্রুপের নেতা আল-জোলানি এক সময় আল-কায়েদার সাথে সম্পর্কিত ছিলেন।

শুক্রবার আলোচনায় 'ইতিবাচক বার্তা' পাওয়ার পর কূটনীতিবিদ লিফ আল-শারাকে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কার প্রত্যাহারের কথা জানান। এইচটিএস যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে একটি হলো তারা কোনো হুমকি সৃষ্টি করবে না।

তিনি বলেন, 'আমরা সিরিয়ান-নেতৃত্বাধীন এবং সিরিয়ান-মালিকানাধীন রাজনৈতিক প্রক্রিয়াকে পুরোপুরি সমর্থন করি, যার ফলে অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল সরকার আসবে, নারীসহ সকল সিরিয়ান, সিরিয়ার বৈচিত্র্যপূর্ণ জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়গুলোর অধিকারের প্রতি সম্মান প্রদর্শিত হবে।'

এদিকে পরিচয় প্রকাশ না করার শর্তে এক সিরিয়ান কর্মকর্তা এর আগে এএফপিকে নিশ্চিত করেন যে আল-শারার সাথে মার্কিন প্রতিনিধিদল বৈঠক করেছে।

ওই কর্মকর্তা বলেন, 'বৈঠকটি হয়েছে এবং তা ইতিবাচক। আল্লাহ চাহে তো ফলাফল হবে ইতিবাচক।'

সূত্র : আল জাজিরা ও টাইমস অব ইসরাইল


আরো সংবাদ



premium cement