ইসরাইল ও হাউছিদের পাল্টাপাল্টি হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮
ইসরাইলের সামরিক বাহিনী ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউছিদের মধ্যে হামলা পাল্টা হামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জেরুসালেম পোস্ট।
ইসরাইলি বাহিনীর সূত্রে গণমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইয়েমেনের রাজধানী সানায় হাউছি সম্প্রদায়কে লক্ষ্য করে আক্রমণ করেছে ইসরাইলি বিমান বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান। আইডিএফের ১৪টি বিমান আকাশে থাকা অবস্থায়ই সেগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হাউছিরা।
এর আগে মধ্য ইসরাইলে হামলা চালিয়েছিল হাউছি সম্প্রদায়। সেখানে হাউছিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘণ্টাখানেকেরও কম সময়ে বিমান হামলা চালায় ইসরাইল।
আইডিএফ জানিয়েছে, ইসরাইল হাউছিদের যে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সেগুলো সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে তারা। সেখানে ইরান থেকে আনা তাদের সমরাস্ত্রও ছিল। আক্রমণে সানার বন্দর ও জ্বালানি অবকাঠামোগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে একটি ঘনিষ্ঠ সূত্র দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছে, ইয়েমেনে আঘাত হানার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরাইল। তাদের বলেছিল যে এ হামলার উদ্দেশ্য হাউছিদের তিনটি বন্দর নিষ্ক্রিয় করা।
তারা আরো জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রও সম্প্রতি ইয়েমেনে আক্রমণ করেছে, তবে আমরা হাউছিদের চলমান হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলার এই সিদ্ধান্ত নিয়েছি।’
ইসরাইলি বাহিনীর মতে, হাউছিরা ইসরাইলে ২০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৭০টির বেশি ড্রোন নিক্ষেপ করে। তবে এর বেশিভাগই ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করেছে। তবে ২২টি ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হানে।
সূত্র : দ্য জেরুসালেম পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা