১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইল ও হাউছিদের পাল্টাপাল্টি হামলা

ইসরাইল ও হাউছিদের পাল্টাপাল্টি হামলা - ছবি : জেরুসালেম পোস্ট

ইসরাইলের সামরিক বাহিনী ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউছিদের মধ্যে হামলা পাল্টা হামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জেরুসালেম পোস্ট।

ইসরাইলি বাহিনীর সূত্রে গণমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইয়েমেনের রাজধানী সানায় হাউছি সম্প্রদায়কে লক্ষ্য করে আক্রমণ করেছে ইসরাইলি বিমান বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান। আইডিএফের ১৪টি বিমান আকাশে থাকা অবস্থায়ই সেগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হাউছিরা।

এর আগে মধ্য ইসরাইলে হামলা চালিয়েছিল হাউছি সম্প্রদায়। সেখানে হাউছিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘণ্টাখানেকেরও কম সময়ে বিমান হামলা চালায় ইসরাইল।

আইডিএফ জানিয়েছে, ইসরাইল হাউছিদের যে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সেগুলো সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে তারা। সেখানে ইরান থেকে আনা তাদের সমরাস্ত্রও ছিল। আক্রমণে সানার বন্দর ও জ্বালানি অবকাঠামোগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে একটি ঘনিষ্ঠ সূত্র দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছে, ইয়েমেনে আঘাত হানার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরাইল। তাদের বলেছিল যে এ হামলার উদ্দেশ্য হাউছিদের তিনটি বন্দর নিষ্ক্রিয় করা।

তারা আরো জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রও সম্প্রতি ইয়েমেনে আক্রমণ করেছে, তবে আমরা হাউছিদের চলমান হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলার এই সিদ্ধান্ত নিয়েছি।’

ইসরাইলি বাহিনীর মতে, হাউছিরা ইসরাইলে ২০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৭০টির বেশি ড্রোন নিক্ষেপ করে। তবে এর বেশিভাগই ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করেছে। তবে ২২টি ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হানে।

সূত্র : দ্য জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement
নতুন সভ্যতা গড়তে সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হওয়ার আহ্বান মুহাম্মদ ইউনূসের সাংবাদিক এ টি এম তুরাব হত্যা, এডিসি দস্তগীর ৫ দিনের রিমান্ডে পূরণ হলো ভারত-পাকিস্তানের চাওয়া, হাইব্রিড মডেলই শেষ ভরসা দেশ গঠনে জামায়াতের দায়িত্বশীলদের নিরলসভাবে কাজ করার আহ্বান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক লোহাগাড়ায় সাংবাদিক পিটিয়ে থানায় খোশগল্পে আ’লীগ নেতা টঙ্গীতে তাবলিগ জামাতের সংঘর্ঘের ঘটনায় মামলা জুলাই বিপ্লবের যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে এনএসইউতে অবস্থান কর্মসূচি ৩ বাংলাদেশীকে বিএসএফের হত্যার প্রতিবাদ ছাত্রশিবিরের ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২৩৬ কেরানীগঞ্জে খেলনা পিস্তল নিয়ে ব্যাংকে ঢুকেছিল ডাকাতরা

সকল