ফিলিস্তিনিদের পানি সরবরাহে বাধা দেয়াকে গণহত্যা বলল এইচআরডব্লিউ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৪
ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজায় পর্যাপ্ত পানি সরবরাহে বাধা দিচ্ছে, যা ‘সম্ভবত হাজার হাজার মৃত্যুর কারণ’ বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, এ কর্মকাণ্ডের জন্য ইসরাইলকে ‘মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার’ জন্য দায়ী করা যেতে পারে।
তারা আরো বলেছে, তাদের ধারাবাহিক আচরণ এবং কতিপয় ইসরাইলি কর্মকর্তার গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার ইঙ্গিতপূর্ণ বক্তব্যকে এ গণহত্যার কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংস্থাটি এক মাসের মধ্যে দ্বিতীয় অধিকার সংস্থা, যারা গাজায় ইসরাইলের কর্মকাণ্ড বর্ণনায় গণহত্যা শব্দটি ব্যবহার করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইসরাইলি সামরিক বাহিনীর গাজা অভিযান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনে নিষেধ করা পাঁচটি কাজের মধ্যে অন্তত তিনটি কাজ করেছে। এগুলোর মধ্যে রয়েছে হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ধ্বংস করার জন্য তাদের জীবনযাপনের ওপর শর্তাবলী আরোপ।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা