১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রতিরোধ শেষ হয়ে যায়নি, ইসরাইলের শেকড় উপড়ে পড়বে : আয়াতুল্লাহ খামেনি

- ছবি : নয়া দিগন্ত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, সিরিয়ায় যে ঘটনা ঘটেছে এবং ইসরাইল ও আমেরিকা যে অপরাধযজ্ঞ চালাচ্ছে সেসবের ভিত্তিতে তারা ভেবেছে প্রতিরোধ শেষ হয়ে গেছে। কিন্তু তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। ইসরাইল, আমেরিকা এবং তাদের কিছু সহযোগী এমন ভুল করছে।

ইরানের বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার নারী আজ (মঙ্গলবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরো বলেন, সিরিয়ার পথ দিয়ে হিজবুল্লাহকে অবরুদ্ধ করতে পারবে এটা ভেবে ইসরাইল এ জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে যার শেকড় উপড়ে যাবে সেটি হলো দখলদার ইসরাইল।

আয়াতুল্লাহ খামেনি বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের আত্মা জীবিত। তাদের দেহ চলে গেছে। কিন্তু তাদের চিন্তা-চেতনা টিকে আছে। তাদের পথ থেমে যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন, গাজায় প্রতিদিন হামলা হচ্ছে এবং মানুষ শহীদ হচ্ছে। প্রতিদিনই এটা ঘটছে। তবু তারা দৃঢ়তার সাথে প্রতিরোধ অব্যাহত রেখেছে। লেবাননও প্রতিরোধ করছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আজকের সমাবেশে প্রায় দুই শতাব্দী আগে দাস মুক্তির মার্কিন স্লোগানের লুকানো উদ্দেশ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, দক্ষিণের কৃষিক্ষেত্র থেকে দাসদেরকে সরিয়ে সেদেশের উত্তরের কারখানাগুলোতে নিয়ে যাওয়াই ছিল এই স্লোগানের পেছনের উদ্দেশ্য। বর্তমানেও ফ্যামিনিজম, স্বাধীনতা ও নারী অধিকারের স্লোগানগুলোর আড়ালে অমানবিক এবং রাজনৈতিক লক্ষ্য-উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। এগুলোর কিছু এখনই স্পষ্ট এবং কিছু লক্ষ্য পরবর্তীতে স্পষ্ট হবে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
যশোরে ইছামতির পাশ থেকে আরো ১ যুবকের লাশ উদ্ধার মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে : মন্ত্রী ম্যাক্রোঁর দামেস্কে কূটনীতিক পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত এরদোগানের মোদির পোস্ট ঘিরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল পররাষ্ট্র মন্ত্রণালয় আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরাইলের নেই : ডাবলিন সরকার চিহ্নিত করবে কোনটা সংস্কার হবে, কোনটা হবে না : বদিউল আলম ট্রাম্প দায়িত্ব নেয়ার আগে জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে বসছেন নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে : প্রধান উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডকে মিটিং করতে বাধা দেয়ায় নিন্দা সোনার দাম আবারো বাড়ল

সকল