সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭, আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৩
ইসরাইলকে স্বীকৃতি প্রদান না করা এবং তাদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা না করার জন্য সিরিয়ার নতুন শাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন লেবানন-ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
শনিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেন, 'আমরা আশা করব যে ক্ষমতায় আসা নতুন দলটি ইসরাইলকে শত্রু মনে করবে এবং এর সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উৎখাত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য রাখলেন নাইম কাসেম।
তিনি স্বীকার করেন যে বাশারের পতনের পর তারা সিরিয়ার সাথে থাকা তাদের সরবরাহ রুট খুইয়ে ফেলেছেন।
তিনি বক্তৃতায় বাশারের নাম বলেননি। তবে জানান, সিরিয়ায় স্থিতিবস্থা ফিরে না আসা পর্যন্ত নতুন শাসকদের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না।
তিনি ইসরাইলের উচ্চাভিলাস সম্পর্কে বলেন, ইসরাইল গাজায় বসতি স্থাপন করতে চায়, পশ্চিম তীরকে আমেরিকার সহায়তায় দখল করে নিতে চায়।
তিনি বলেন, ইসরাইল যেসব অপরাধ করছে, সেটি তাদের কোনো সাফল্য নয়। আর আমাদের আত্মসমর্পণ বা পর্যুদস্ত করা সম্ভব নয়। হিজবুল্লহার প্রতিরোধে তা সম্ভব নয়।
তিনি বলেন, আমরা নির্মূল করা এবং প্রতিরোধ গুঁড়িয়ে দেয়ার শত্রুর লক্ষ্য ভণ্ডুল করে দিয়েছি। আমরা বসতি স্থাপনকারীদের স্থানচ্যুত করেছি।
কাসেম তার বক্তৃতার শেষ পর্যায়ে বলেন, 'এই অঞ্চলের এই গুরুত্বপূর্ণ ঘটনাটি পাঠ করা দরকার। আর আল্লাহ চাহে তো ফলাফল হবে ইতিবাচক এবং প্রতিরোধ অব্যাহত থাকবে।'
সূত্র : এএফপি, জেরুসালেম পোস্ট