০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পশ্চিমতীরকে যুক্ত করে নিতে ইসরাইলের খসড়া পরিকল্পনা তৈরি

পশ্চিমতীরকে যুক্ত করে নিতে ইসরাইলের খসড়া পরিকল্পনা তৈরি - ছবি : পার্সটুডে

অধিকৃত পশ্চিমতীর এবং আরো কিছু ফিলিস্তিনি অঞ্চলকে সংযুক্ত করার পথ ত্বরান্বিত করতে একটি খসড়া পরিকল্পনা তৈরি করছে ইসরাইলের বসতি স্থাপনাকারী পরিষদগুলো। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই পরিকল্পনার খসড়া তৈরি করা হয়েছে।

ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা ইসরাইল হাইয়োম গতকাল (রোববার) এ খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হলো ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যত নিয়ন্ত্রণ এবং সংযুক্তি। সম্ভাব্য ট্রাম্প প্রশাসনের সময় এই পরিকল্পনা যাতে বাস্তবায়ন করা যায়, তার জন্য আগেই কার্যকর ‘কৌশল’ তৈরি করে রাখা হচ্ছে।

এই পরিকল্পনাকে এগিয়ে নিতে সম্প্রতি একটি উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টির পার্লামেন্ট সদস্য আভিহাই বোয়ারন এবং কয়েকটি সেটলার কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বোয়ারন বলেন, ‘আমরা একটি জটিল সন্ধিক্ষণে রয়েছি। আমাদের সামনে একটি সুযোগের জানালা খুলেছে যাকে আমরা বিজ্ঞতার সাথে ব্যবহার কিংবা অপব্যবহার করতে পারি। মূর্খতার পথ গ্রহণ করলে এখন থেকে চার বছর পর ইসরাইলের ভেতরে সাত লাখ বাসিন্দার জন্য বাড়তি আবাসন ইউনিট তৈরি করতে হবে। আর বুদ্ধিমান পদ্ধতির মাধ্যমে পশ্চিমতীর এবং জর্ডান উপত্যকাকে ইসরাইলের সাথে যুক্ত করলে তা করতে হবে না।’

ইসরাইল মনে করছে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে বিলুপ্ত করা অপরিহার্য যাতে আরব গ্রামগুলো সম্পূর্ণভাবে ইসরাইলের এখতিয়ারে চলে আসে। বোয়ারন বলেন, ‘দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানকে অবশ্যই স্পষ্ট রাজনৈতিক নির্দেশের মাধ্যমে স্থায়ীভাবে বাতিল করতে হবে।’

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
বড় স্কোর না করাটা মানসিক সমস্যা : তানজিদ তামিম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি শেকৃবির অধ্যাপক রাশেদুল ইসলাম মেরিন অ্যাকাডেমির মান ভালো বলেই বিদেশীদের আগ্রহ : উপদেষ্টা সাখাওয়াত মাওলানা সা’দের উপস্থিতি ও জোড় ইজতেমার দাবিতে স্মারকলিপি সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম শুরু বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে : তারেক রহমান গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা হিন্দু মঞ্চের! সিদ্ধিরগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ সংবিধানের সাথে সাংঘর্ষিক পার্বত্য চুক্তির পুনমূল্যায়ন ও সন্তু লারমার পদত্যাগ দাবি চিন্ময়ের ঘটনায় আইনজীবী হত্যা : ৯ জন শ্যোন এরেস্ট, ৮ জনের রিমান্ড

সকল