পশ্চিমতীরকে যুক্ত করে নিতে ইসরাইলের খসড়া পরিকল্পনা তৈরি
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:০৫
অধিকৃত পশ্চিমতীর এবং আরো কিছু ফিলিস্তিনি অঞ্চলকে সংযুক্ত করার পথ ত্বরান্বিত করতে একটি খসড়া পরিকল্পনা তৈরি করছে ইসরাইলের বসতি স্থাপনাকারী পরিষদগুলো। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই পরিকল্পনার খসড়া তৈরি করা হয়েছে।
ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা ইসরাইল হাইয়োম গতকাল (রোববার) এ খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হলো ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যত নিয়ন্ত্রণ এবং সংযুক্তি। সম্ভাব্য ট্রাম্প প্রশাসনের সময় এই পরিকল্পনা যাতে বাস্তবায়ন করা যায়, তার জন্য আগেই কার্যকর ‘কৌশল’ তৈরি করে রাখা হচ্ছে।
এই পরিকল্পনাকে এগিয়ে নিতে সম্প্রতি একটি উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টির পার্লামেন্ট সদস্য আভিহাই বোয়ারন এবং কয়েকটি সেটলার কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বোয়ারন বলেন, ‘আমরা একটি জটিল সন্ধিক্ষণে রয়েছি। আমাদের সামনে একটি সুযোগের জানালা খুলেছে যাকে আমরা বিজ্ঞতার সাথে ব্যবহার কিংবা অপব্যবহার করতে পারি। মূর্খতার পথ গ্রহণ করলে এখন থেকে চার বছর পর ইসরাইলের ভেতরে সাত লাখ বাসিন্দার জন্য বাড়তি আবাসন ইউনিট তৈরি করতে হবে। আর বুদ্ধিমান পদ্ধতির মাধ্যমে পশ্চিমতীর এবং জর্ডান উপত্যকাকে ইসরাইলের সাথে যুক্ত করলে তা করতে হবে না।’
ইসরাইল মনে করছে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে বিলুপ্ত করা অপরিহার্য যাতে আরব গ্রামগুলো সম্পূর্ণভাবে ইসরাইলের এখতিয়ারে চলে আসে। বোয়ারন বলেন, ‘দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানকে অবশ্যই স্পষ্ট রাজনৈতিক নির্দেশের মাধ্যমে স্থায়ীভাবে বাতিল করতে হবে।’
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা