০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৪২০ দিন গাজায় পণবন্দি ইসরাইলির ভিডিওতে কান্না

পণবন্দি তরুণের মুক্তির দাবিতে ইসরাইলের রাস্তায় বিক্ষোভকারীরা - ছবি : সংগৃহীত

মাত্র ২০ বছর বয়স। তবে এই ২০ বছরের জীবনে ৪২০ দিন তিনি কাটিয়ে ফেললেন পণবন্দি হয়েই। এবার মুক্তি চাই! আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে তার কাতর আর্জি, ‘হামাসের হাত থেকে উদ্ধার করুন।’

এডেন আলেকজান্ডার নামে ওই তরুণ ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) সদস্য হিসেবে গাজায় যুদ্ধে গিয়েছিলেন। গত বছর ৭ অক্টোবর গাজায় গিয়ে আর ফেরেননি তিনি! ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে পণবন্দি হন তিনি। শনিবার হামাসের তরফে প্রকাশ করা হয়েছে ওই পণবন্দি তরুণের ভিডিও। ওই ভিডিওতে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে।

আমেরিকা এবং ইসরাইল- দুই দেশের নাগরিকত্ব রয়েছে আলেকজান্ডারের। হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, কাঁদতে কাঁদতে দুই দেশের প্রধানের কাছে মুক্তি চেয়ে আর্জি জানাচ্ছেন। আলেকজান্ডারের ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। ‘অত্যন্ত নিষ্ঠুর’ বলে হামাসকে নিশানা করেছে আমেরিকা প্রশাসন। তারা আরো জানিয়েছে, সরকার আলেকজান্ডারের পরিবারের পাশে আছে।

ভিডিওতে পুত্রের এমন অবস্থা দেখে শিউরে উঠেছেন তরুণের মা। কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, ‘আমার পুত্র এবং অন্য পণবন্দিদের অবস্থা দেখে কষ্ট হচ্ছে। সকলেই উদ্ধারের আশায় বসে আছেন। চিৎকার করে আর্তনাদ করছেন।’ তবে ভিডিওতে আলেকজান্ডারকে দেখে আশায় বুক বাঁধছেন তার মা। গাজায় যুদ্ধের দ্রুত অবসানের আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, পণবন্দিদের মুক্তির জন্য হামাসের সাথে চুক্তি করার জন্য ইসরাইল-নেতৃত্বের কাছে আবেদনও করেছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement