২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

রাউহি ফাত্তুহ - ফাইল ছবি

ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার উত্তরসূরী হিসেবে রাউহি ফাত্তুহর নাম ঘোষণা করেছেন। আব্বাসের পর কে তার উত্তরসূরী হবেন, তা নিয়ে কয়েক বছর ধরে জল্পনা চলার প্রেক্ষাপটে এই ঘোষণা দেয়া হলো।

আব্বাস বুধবার এক ডিক্রি জারি করে পরবর্তী প্রধানের নাম প্রকাশ করেন। রাউহি ফাত্তুহ ফিলিস্তিন ন্যাশনাল কাউন্সিলের সভাপতি। ডিক্রিতে বলা হয়েছে, যদি পিএ প্রেসিডেন্টের পদটি শূন্য হয়, তবে সাময়িকভাবে রাউহি ওই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ফিলিস্তিনি নির্বাচনী আইন অনুযায়ী, ফাত্তুহ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলে তিনি ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ওই দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, ২০০৪ সালে ইয়াসির আব্বাস মারা যাওয়ার পর ফাত্তুহ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০০৫ সালের জানুয়ারিতে আব্বাস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফাত্তুহ ইতোপূর্বে ফিলিস্তিনি আইন পরিষদের স্পিকারের দায়িত্বও পালন করেছেন।

তবে ফাত্তুহর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ২০০৮ সালে ইসরাইল ও জর্ডানের সীমান্ত ক্রসিংয়ে তল্লাসির সময় তার গাড়িতে তিন হাজার মোবাইল ফোন পাওয়া গিয়েছিল। তিনি কয়েক মিলিয়ন ডলার মূল্যমানের মোবাইল ফোনগুলো পাচার করছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি ফোনগুলো পাচার করার জন্য ইসরাইলের ইস্যু করা ভিআইপি পাস ব্যবহার করেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দায় তার চালকের ওপর চাপিয়েছিলেন।

এদিকে ফিলিস্তিনিদের মধ্যে আব্বাসও খুব অজনপ্রিয়। ফিলিস্তিনিরা মনে করে, তিনি ইসরাইলের স্বার্থে কাজ করেন। তার বয়স ৮৯ বছর।
সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement