২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসরাইলকে ফের কাপাঁল হিজবুল্লাহ

ইসরাইলকে ফের কাপাঁল হিজবুল্লাহ - ছবি : সংগৃহীত

লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো ইসরাইলের দক্ষিণে আশদোদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিরের কাছাকাছি একটি এলাকায়ও রকেট হামলার খবর পাওয়া গেছে।

হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাদের মধ্যে হামলা-পাল্টা হামলা ক্রমেই বাড়ছে। আবার গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

গতকাল দিনের শেষে বৈরুত থেকে এএফপি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
লেবানরে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা তেল আবিবের একটি ‘সামরিক স্থপনায়’ ‘উন্নতমানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করলেও ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সীমান্ত এলাকা এবং শহরগুলো ছাড়াও, হাইফা, এবং হাইফা উপসাগর এলাকায় তেল আবিবের কাছে একটি এলাকায় হিজবুলাহ সরাসরি হামলার খবর পাওয়া গেছে। সেখানে তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

ইসরাইলি অ্যাম্বুলেন্স পরিষেবার এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোঁড়া রকেটের আঘাতে তেল আবিবের পেতাহ টিকভাতে তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এদিকে সিরিয়ায় জাতিসঙ্ঘ বিশেষ দূত বলেছেন, দেশটিকে আঞ্চলিক যুদ্ধে টেনে নেয়া এড়াতে লেবানন এবং গাজার যুদ্ধ শেষ করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে ইরাইলি ভূখণ্ডে ১৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

তবে ইসরাইলি সামরিক বাহিনীর সাথে এএফপি’র সাংবাদিক যোগাযোগ করলে তারা বলেছে, তেল আবিবের দক্ষিণে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে । কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয়েছে।

অপর একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, মাঝে মধ্যে ইসরাইল সিরিয়ার অভ্যন্তরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। যদিও ইসরাইল বিষয়টি অস্বীকার করে আসছে সম্প্রতি সিরিয়ার পালমিরায় ইসরাইলি বোমা হামলায় প্রাণ গেছে ৩৬ জনের।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement