২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিলিস্তিনি ৬ বন্দীকে ছেড়ে দিলো ইসরাইল

প্রতীকী - ছবি : মিডল ইস্ট মনিটর

ফিলিস্তিনি ছয় বন্দীকে ছেড়ে দিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার তাদেরকে আবু সালেম ক্রোসিং এলাকায় মুক্ত করা হয়। খবর আল জাজিরার।

অবমুক্ত বন্দিরা রাফা, গাজা সিটি, জাবালিয়া শরণার্থী শিবির ও বাইত হানুনের অধিবাসী।

অবমুক্ত বন্দীরা জানিয়েছেন যে বন্দীশালায় তাদেরকে বিশ্রী ধরনের গালিগালাজ ও অশ্লীল কথাবার্তা বলা হতো। বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক টর্চার করা হতো।

এদিকে, গাজার কামাল আদনান হাসপাতালের ৮৫ জন রোগীর অবস্থা শঙ্কায় রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ড. হুসাম আবু সাফিয়া। বুধবার (২০ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল বাইত লাহিয়ার কামাল আদনান হাসপাতালে হামলা চালিয়েছে। এতে স্বাস্থ্যকেন্দ্রটির ৮৫ জন রোগীর জীবন শঙ্কার মধ্যে পড়ে গেছে।

সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইল হামলা চালিয়ে হাসপাতালটির সুবিধা নষ্ট করে দিয়েছে। একইসাথে যেদিকে রোগীদের অবস্থান, সেটাকেও ব্যবহার উপযোগী রাখেনি।

ড. হুসাম আবু সাফিয়া বলেন, হাসপাতালটিতে ৮৫ জন আহত হয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। ওষুধের ঘর বিপন্ন হওয়ায় ওষুধের অভাবে তারা মৃত্যু শঙ্কার মধ্যে রয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement