২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজায় জরুরি ত্রাণ পাঠাতে নিরাপত্তা পরিষদের আহ্বান

খান ইউনিসের একটি বেকারির বাইরে ফিলিস্তিনিরা খাবারের জন্য সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন, ফাইল ফটো : ২৯ অক্টোবর, ২০২৪ - ছবি : ভয়েস অব আমেরিকা

গাজায় ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে, এমন হুশিয়ারি জানিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ জাতিসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা জরুরি ভিত্তিতে সেখানে ত্রাণের প্রবাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে।

জাতিসঙ্ঘে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গাজায় ত্রাণের প্রবাহ ‘বিশাল আকারে বাড়ানোর’ আহ্বান জানান। ওই অঞ্চলে বাস্তুচ্যুতির ফলে ২৩ লাখ বাসিন্দার বেশিভাগই মানবিক সঙ্কটে ভুগছেন এবং ক্রমশ পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে যুক্তরাজ্যে জাতিসঙ্ঘের সদর দফতর জানায়, ‘এই যুদ্ধে ইতোমধ্যে ৪০০ দিন অতিক্রান্ত হয়েছে। গাজায় ত্রাণ পৌঁছে দেয়া কঠিন করে তুলছে এমন ইসরাইলি বিধি-নিষেধের পক্ষে কোনো অজুহাত নেই। হামাসের এখনো পণবন্দীদের আটকে রাখার কোনো অজুহাত নেই। অবশ্যই এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। যাতে দুই-রাষ্ট্র সমাধানকে কেন্দ্র করে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির পথ উন্মুক্ত হয়।’

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, তারা ফিলিস্তিনি নাগরিকদের সার্বিক পরিস্থিতির উন্নয়নে ইসরাইলের নেয়া পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ‘প্রতিদিনই’ ইসরাইলি নেতাদের সাথে আলোচনা করছেন।

জাতিসঙ্ঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সোমবার বলেন, ‘একদিকে আমরা যুদ্ধের অবসানের জন্য চাপ দিচ্ছি, আর একইসাথে ইসরাইলকে জরুরি ভিত্তিতে গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতির উন্নয়নে বাড়তি পদক্ষেপও নিতে বলছি।’

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement